ঘরে বসে অনলাইনে ইনকাম করার ৫ টা উপাই

ভূমিকা
বর্তমান যুগ অনলাইন এর যুগ। এই সুযোগ কাজে লাগিয়ে অনেকে সফল ভাবে ইনকাম করতে সফল হচ্ছে । বর্তমান বিশ্বে প্রাই ৫.৫৬ বিলিয়ন  অর্থাৎঃছাপ্পান্ন শতাংশ পঞ্চাশ কোটি মানুষ ,ইন্টারনেট  ব্যাবহার করে। আর বাংলাদেশ প্রাই ৭ কোটির ও বেশী মানুষ ইন্টারনেট ব্যাবহার করে থাকে। তাহলে বুজতেই পারছেন ইন্টারনেটের চাহিদা কেমন। যতো দিন যাবে ততো ইন্টারনেটের চাহিদা বারতেই থাকবে। তাই আপনারা বসে না থেকে অনলাইন জগৎ কে কাজে লাগিয়ে ঘোরে বসে ইনকাম করতে পারবেন।এমো নি  কিছু  অনলাইন এ ইনকাম করার সহজ ৫টা সাইট  নিয়ে আলোচনা করতে যাচ্ছি ।


পেজ সুচিঃঅনলাইনে ইনকাম করার ৫ টা উপাই


 গুগল অ্যাডসেন্সে থেকে ইনকামঃ 



শুরুতেই যেনেনি গুগল অ্যাডসেন্সে  কি ?  
গুল অ্যাডসেন্সে হল এমন একটি প্রোগ্রাম যার মাধ্যমে ওয়েবসাইট ও ইউটিউবের মালিকরা বিভিন্ন ধরনের অ্যাড দেখিয়ে গুগল থেকে টাকা ইনকাম করতে পারছে। এখান থেকে কিভাবে ইনকাম করবেন? গুগল এডসেন্স থেকে ইনকাম করতে হলে অবশ্যই আপনাকে এডসেন্সের জন্য এপ্লাই করতে হবে এর জন্য  মনিটাইজেশন যুক্ত ইউটিউব চ্যানেল অথবা ব্লগিং ওয়েবসাইটে কম করে বিশটা ইউনিক কনটেন্ট থাকতে হবে তবে আপনি গুগল এডসেন্স এর জন্য এপ্লাই করতে পারবেন।

 আপনি যদি অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করতে পারেন তবে সেই অ্যাপসের মধ্যে অ্যাড দেখিয়ে গুগল এডসেন্স এর মধ্যে দিয়ে আপনি কিন্তু প্রচুর টাকা করতে পারবেন লগইন থেকে টাকা ইনকাম করতে পারবেন ইনকাম করতে পারবেন।


তাহলে বুঝতে পারছেন অ্যাড দেখিয়ে এই তিনটি মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন।গুগল এডসেন্স হলো দুই প্রকার হোস্টেড একাউন্ট, আর নন হস্টেট একাউন্ট । শুধু একটু পরিশ্রম করতে হবে তাহলেই আপনি গুগল এডসেন্সের মাধ্যমে ইনকাম করতে পারবেন। 


ফেসবুক মার্কেটিং


ফেইসবুক মার্কেটং কি?   

ফেইসবুক মার্কেটিং হলো এমোন একটি উপাই যার মাধ্যমে আপনি আপনার ব্যাবসার বিভিন্ন পন্ন্য ও সেবা  ফেইসবুক  ভিডিও অথবা বিজ্ঞাপন এর মাধ্যমে  জানাই দিতে পারবেন। এর মাধ্যমে আপনার পন্ন ফেসবুক ব্যাবহার কারিদের মধ্যে বিক্রি করে অনেক টাকা উপার্জন করতে পারবেন। 

ফেইসবুক মার্কেটিং দুই প্রকার: 
  • ফ্রী বা ফেইসবুক মার্কেটিং
  • পেইড ফেইসবুক মার্কেটিং
আপনি ফেসবুক মার্কেটিং করে ভালো ইনকাম করতে পারবেন।

৩। ইউটিউব মারকেটিং ঃ


ইউটিউব মার্কেটিং কি ? 


 ইউটিউব মার্কেটিং হচ্ছে কোন পণ্য  অথবা সেবার ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড দিয়ে ইউটিউব ব্যবহারকারী কাছে পৌঁছে দেওয়াই  হলে ইউটিউব মারকেটিং। ইউটিউব হচ্ছে গুগলের একটি প্রোডাক্ট, ইউটিউব আগে আলাদা থাকলেও বর্তমান সময়ে গুগল  এর হয়ে কাজ করছে। এক কথায় বলা যায় ইউটিউবের মালিক হচ্ছে গুগল,  ইউটিউবে চ্যানেল খুলে  ভিডিও আপলোড করে সেখান থেকে অনেক ভালো টাকা আয় করতে পারবেন।
৪। গ্রাফিক ডিজাইন 
গ্রাফিক্স ডিজাইন কি ?

  গ্রাফিক্স ডিজাইন হল এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে আপনি বিভিন্ন কিছু ডিজাইন করে দর্শকের কাছে আকর্ষণীয় করে তুলে ধরতে পারবেন। যেমন: লোগো ডিজাইন, টি শার্ট ডিজাইন, বিভিন্ন ওয়েবসাইট ডিজাইন, ভিডিও এডিটিং,ব্যানার ডিজাইন  ইত্যাদি আরো কাজ করতে পারবেন,।বর্তমান বিশ্বের জাতিকাদের চাহিদা প্রচুর  বিশ্বের অনেকেই এখান থেকে ভালোটা ইনকাম করতে পারছে। এই ডিজাইন এর কাজগুলো আপনি ক্যানভা অথবা  অয়্যাডোবি ফটোশপ এর মাধ্যমে করতে পারবেন। ভালো মানের গ্রাফিক ডিজাইনার হওয়ার জন্য আপনার অবশ্যই ডেক্সটপ অথবা ল্যাপটপ থাকা দরকার । তবেই আপনি গ্রাফিক্স ডিজাইন করে ভাল অর্থ ইনকাম করতে পারবেন।


৫। আটিক্যাল রাইটিংঃ 
আটিক্যাল রাইটিং কি ?

  কোন একটি নিদিষ্ট বিষয়ে তথ্য গুলা পাঠক এর জন্য  গুছিয়ে লেখাই হলো আরতিক্যাল রাইতিং। উদাহরণ সরূপ, আমি এই পোস্ট টা কে লিখে আপনাদের মাঝে উপস্থাপন করেছি এটা আটিক্যাল রাইটিং এর একটি অংশ। আপনার যদি নিজের ওয়েবসাইট থাকে তাহলে যত আটিক্যাল  লিখবেন ততো আপনার ইনকাম বারতে থাকবে । 

উপসংহাঃ

এতোক্ষণ যেই ৫ টা বিষয় নিয়ে সংক্ষেপ আলোচনা করলাম আপনি যদি এই বিষয় গুলা নিয়ে আপনি যদি কর্চ  করেন তাহলে ভালো টাকা ইনকাম করতে পারবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
1 জন কমেন্ট করেছেন ইতোমধ্যে
  • Hlw world
    Hlw world 29 July 2025 at 00:23

    ওনেক সুন্দর করে আলোচনা করা হয়েছে

মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url