ছেলেদের মুধু খাওয়ার উপকারিতা

 সাধারণত মুধু একটি প্রাকৃতিক উপাদান। মুধু মৌমাছি চাক থেকে সংগ্রহ করা হয়ে থাকে,তবে বাজারে এখন অনেক নকল মুধু পাওয়া যাই ।তাই আমাদের দেখে ভালো অরজিনাল চাক থেকে সংগ্রহ করা মুধু কিনতে হবে। আপনি যদি নিয়মিত মধু সেবন করেন তাহলে অনেক রোগ বালাই থেকে মুক্তি পাওয়া যায়। মুধু আপনার স্বাস্থ্য এবং সৌন্দর্য কে দিগুন করে তুলে।

মুধুতে অনেক পুষ্টি ও ভিটামিন  রয়েছে 

মধুতে প্রাই ৪৫টি উপকারী খাদ্য উপাদান রয়েছে।তার মধ্যে গুরুত্বপুণ্য কয়েকটি উপাদান হলো 

সাধারণত প্রতি ৫০ গ্রাম মুধু তে থাকে 

  • ফ্রুক্টোজঃ  ২০-২৫ গ্রাম
  • গুলুকোজঃ ১২-২০ গ্রাম
  • মাল্টোজঃ ০.৫-৩.৫ গ্রাম (আনুমানিক)
  • এমাইনো এসিডঃ ১ গ্রাম
  • পানিঃ১০ গ্রাম (আনুমানিক)
  • ভিটামিন সিঃ ০.২-০.৫ গ্রাম
  • পোটাসিয়ামঃ৫০ থেকে ৬২ মিলিগ্রাম (প্রাই)
  • ক্যালসিয়ামঃ৩ মিলিগ্রাম(আনুমানিক)
  • আইরনঃ০.২-০.০৪ গ্রা
  • সোডিয়ামঃ০ গ্রাম 
মধুতে কোন প্রকার চর্বি নেই। এটি প্রাকৃতিক থেকে সংগ্রহ করে একটি বিশেষ উপাদান। মধুর বিভিন্ন ধরনের উপকারীতা রয়েছে 

রোগ প্রতিরোধ ক্ষমতা  

নিয়মিত মধু পান করলে শরীরের রোগ প্রতিরোধশক্তির  ক্ষমতা বৃদ্ধি পায়, সুস্থ থাকতে হলে অবশ্যই আমাদের নিয়মিত প্রতিদিন এক চামচ করে মধু খেতে হবে। তাহলে শরীরের ছোটখাটো রোগবালাই থেকে আরাম পাওয়া যাবে।উদাহরণ স্বরূপ..আপনার যদি কাশি হয়ে থাকে তাহলে এক চামচ তুলসী পাতা রসের সাথে মধু মিস করে খেলে খুব দ্রুতই আপনার কাশির ভালো হয়ে যাবে।

যৌন দুর্বলতা 

যে সকল পুরুষদের মধ্যে যৌন দুর্বলতা রয়েছে, তারা যদি নিয়মিত ছোলার সাথে মধু মিশ করে খাই তাহলে অনেক ভালো ফলাফল পাবে। এতে কিছুটা হলেও শুক্রানু বৃদ্ধির ক্ষমতা বাড়বে। নিয়মিত মুধু খাওয়াই ছেলেদের টেস্টোস্টেরন হরমোন বৃিদ্ধি করতে সহায়তা করে,এতে যৌনশক্তির বৃদ্ধি হয়।

রক্তশূণ্যতা

রক্তের হিমোগ্লোবিন গঠনে মধু অনেক উপকারী, এটি রক্তশূন্যতা কমায়। কারন এতে প্রচুর পরিমাণে লৌহ ও ম্যাঙ্গানিজ থাকে।যারা রক্তশূন্যতায় ভুগছেন তারা নিয়মিত মধু পান করলে বেশ উপকারিত । মধুতে থাকা বিভিন্ন পুষ্টি উপাদান  হিমোগ্লোবিন এর অনেক মাত্রা বাড়াই  যা নতুন রক্ত উৎপাদন এর জন্য সহায়তা করে।আপনি যদি রক্তশূন্যতাই ভোগেন তাহলে নিয়মিত মধু সেবন এর অভ্যাস গড়ে তুলতে হবে।

ওজন কমাতে

মধু প্রাকৃিতিক উপাদান হওয়াই এতে কনো প্রোটিন ও চর্বি নেই। এর ফলে মধু খেলে আমদের শরিরের বাড়তি ওজন কমাতে সাহায্য করে।

ঘুমের সমস্যা 

আপনারা অনেকেই আছেন যারা রাতে ঘুমাতে গেলে ঠিক মতো ঘুম আসে না।ঠিক মতো ঘুম না হলে আমদের শরীর অসুস্থ হয়ে পরে,আমদের সুস্থ থাকতে হলে ঘুম অত্যান্ত যরুরি।তাই ঘুমাতে যাওয়ার আগে নিয়মিত এক গ্লাস গরম দুধ এর সাথে এক বা দুই চা চামচ মধু মিশিয়ে খেলে রাতে অনেক ভাল ঘুম হবে। 

ত্বক সৌন্দর্য 

মধু আপনার মুখে ত্বকে ব্যাহার করলে আপনার ত্বক এর উজ্জলতা অনেক বৃদ্ধি করে। এর আপনি নিয়মিত মধু ত্বকে লাগালে আপনার ত্বকের নংরা ও রোদে পোরা দাগ ভিতর থেকে দূর করে।

চুলের সৌন্দর্য বৃদ্ধি করে

মধু আপনার চুল এর সুন্দরয অনেক গুনে বাড়িয়ে তুলতে সাহায্য করে। আপনি যদি কাঁচা দুধ এর সাথে কিছুটা মধু মিশ্রিত করে চুলে লাগান তাহলে বুজতে পাবেরন আপনার চুল অনেক  সিল্কি হয়ে উঠেছে।তাছাড়া মধু আপনার চুলকে ঘন কালো করে তুলবে। 

হজম ক্ষমতা বৃদ্ধি

হজম ক্ষমতা বেড়ে আছে বলেই মানুষ সুস্থ ভাবে চলা ফিরা করতে পাড়ছে। হজম ক্ষমতা কমে গেলে মানুষ এর পেটে নানা ধরনের অসুবিধা হতে পারে ।তবে মধু আপনার হজম ক্ষমতা বৃদ্ধি করতে অনেক সাহায্য করে থাকে। তাই হজম ক্ষমতা বৃদ্ধি করার জন্য নিয়মিত আপনাদের মধু সেবন করতে হবে

উপসংহা 

মধু প্রকৃত থেকে উথপন্ন একটি তরল খাদ্য। মৌ মাছিরা বিভিন্ন ফুল থেকে মধু সংগ্রহ করে  চাকে জমা করে রাখে তাদের  খাদ্য হিসাবে। মধু মানুষের একটি প্রয়জনিয় খাদ্য এটি মানুষের অনেক উপকারে আসে।তাই আপনারা চেষ্টা করবেন নিয়মিত ২ থেকে ৩চা  চামচ মধু খাওয়ার। সুস্থ থাকার জন্য অবশ্যই সাস্থ কর খাবর জরুরি তার মধ্যে মধু একটি যা মানব দেহের জন্য খুবি গুরত্বপূন্য।


    এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

    পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
    এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন

    অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

    comment url