ভাষা আন্দোলনে নারীদের ভূমিকা সংক্ষেপে বর্ণনা দেয়া হলোঃ
১৯৪৮ সালে ২৪শে মার্চ পাকিস্তান সরকার ঘোষণা দেয় যে উর্দুই হবে একমাত্র রাষ্ট্রভাষা।এ ঘোষণা পূর্ব বাংলায় বাংলা ভাষা জনগণের মধ্যে একটা গভীর ক্ষোভের সৃষ্টি হয়। তখন বাঙালিরা কেউ এই বক্তব্যটি মেনে নিতে রাজি হয় না।ফলে পূর্ব বাংলায় বাংলা ভাষা সহ মর্যাদার দাবিতে তারা আন্দোলন শুরু করে,
বিশেষ করে ছাত্রসমাজ এই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেঃ
পুরুষদের পাশাপাশি নারীরাও এই আন্দোলনের দলে দলে অংশগ্রহণ করে।তবে এই আন্দলনে নারীরা সংখ্যা ছিল খুবই কম । অথচ এই আন্দোলনে নারীদের সরাসরি অংশগ্রহণের কথা অনেকই জানে না। তখনকার রক্ষণশীল সমাজে নারীদের বাইরে বের হওয়ায় যেখানে অপরাধ বলে বিবেচ্য হত,সেখানে নারীরা বাংলা ভাষার দাবিতে জীবনের বাজি রেখে পুরুষের সাথে কন্ঠে কন্ঠ মিলিয়ে মিছিল করেছে, স্লোগান দিয়েছে।
তখনকার সমাজের ভয় বা সমালোচনার তোয়াক্কা না করে তারা বিক্ষোভ মিছিল এবং ১৪৪ ধারা ভঙ্গ করে সমাবেশে যোগ দেন।১৯৫২ সালে ২১ শে ফেব্রুয়ারি ১৪৪ ধারা জারি ভাঙ্গার জন্য যে বিতর্ক সৃষ্টি হয় সেই স্থানএ নারী ভাষা সংগ্রামীরা প্রথম মত দেন। সেদিন সকাল থেকে কলেজের মেয়েরা ছোট ছোট দলে এসে আম তলার সভাই অংসগ্রহন করে।
নারী ভাষার সংগ্রামিরা পাকিস্থানি পুলিশ এর বেরিগেট ভেঙ্গে ফেলে , এর মাধ্যমে পাকিস্তানি পুলিশ এর জারি করা ১৪৪ ধারা ভেঙ্গে দিতে সফল হয়।প্রথম দুটি দলের অনেকে গেফতার হন।ছাত্ররা বেরি গেট এর ওপর ও নিচ দিয়ে চলে যাই। তৃতীয় দলের নারীরা বেরি গেঁট নিয়ে টানা টানি শুরু করে।সেই আন্দোলনে লঠি চার্চ ও টিয়ারসেল আঘাতে ছাত্র ও ছাত্রী অনেকে আহত হয়েছে, পাকিস্তানি পুলিশের কাছে নির্যাতন হয়েছে।
আহত ছাত্রদের চিকিৎসা সাহায্যে ঝুঁকিপূর্ণ পরিবেশে বাড়ি বাড়ি গিয়ে চাঁদা তুলে আনেন ছাত্রীরা । ছাত্রদের পুলিশি নির্যাতন থেকে রক্ষা করতে তারা তাদের নিজেদের কাছে লুকিয়ে রাখতেন। আবার বন্দি ছাত্রদের খাবার সংগ্রহ করতেন। এমনকি শহীদ মিনার করার জন্য প্রায় সারা রাত ধরে ইট বহন করেছিল তখনকার মেয়েরা।
আর পড়ুনঃ ঘরে বসে অনলাইন ইনকাম করার উপাই
১৯৫৩ সালে ইডেন কলেজ এর শিক্ষার্থীরা শহীদ মিনার গোড়ে তোলেন,১৯৫৫ সালে ২১শে ফেব্রুয়ারি শহীদের শ্রদ্ধা নিবেদন হতে পারে তাই ১৪৪ ধারা জারি করা হয়। সেদিন ঘটে অন্য এক ঘটনা,ছাত্রদের সাথে ছাত্রীরাও ১৪৪ ধারা ভেঙে রাজপথের নেমে আসেন তখন ২০-২২ জন এর বেশি ছাত্রীর গ্রেফতার করে পাকিস্তানি পুলিশ। ওই গ্রেফতার এর ঘটনার ফলে জনগণ বিক্ষোভে ফেটে পড়ে এবং সরকারের টনক নরে। তার পরের বছর ১৯৫৬ সালে ২৯শে ফেব্রুয়ারি পাকিস্তানের সংবিধানে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করতে বাধ্য হন পাকিস্তান সরকার।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url