ব্লগার ওয়েবসাইটে অর্গানিক ভিজিট বাড়ানোর ৩০ টি উপায়
ব্লগার ওয়েবসাইটে অর্গানিক ভিজিট বাড়ানোর উপায়
আপনার ব্লগার ওয়েবসাইটে আপনি যদি অর্গানিক ভিজিট আনতে চান তাহলে অবশ্যই বিভিন্ন টিপস সম্পর্কে জানা প্রয়োজন। যাদের ব্লগার ওয়েবসাইট রয়েছে তাদের এই বিষয়গুলো সম্পর্কে জেনে রাখা খুবই জরুরী।
আপনার ব্লগার ওয়েবসাইটে অর্গানিক ভিজিট হলে আপনার ওয়েবসাইটে তখন ট্রাফিক বৃদ্ধি পাবে। আপনার ওয়েবসাইটে যদি অর্গানিক ভিজিট না হয় তাহলে আপনার ওয়েবসাইটের বিভিন্ন কনটেন্ট গুলো গুগলের র্যাংকিং করাতে পারবেন না। পনার ওয়েবসাইটের গুগলের র্যাংকিং করাতে হলে অবশ্যই অর্গানিক ভিজিট বাড়ানোর দরকার। ব্লগার ওয়েবসাইটে অর্গানিক ভিজিট বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করতে চলেছি।
পেজ সূচিপত্র
- ব্লগারের অর্গানিক ভিসিট কি
- ব্লগার ওয়েবসাইটে অর্গানিক ভিজিট বাড়ানোর উপায় (১-৭)
- আপনার ওয়েবসাইটে ভিজিট বাড়ান খুব সহজে (৮-১৫) টি উপায়
- ওয়েবসাইটে অর্গানিক ভিজিট আনার (১৬-২২)টি কার্যকরী উপায়
- অর্গানিক ভিজিট আনুন আপনার ওয়েবসাইটে (২৩-৩০) টি কৌশলে
-
লেখকের শেষ মন্তব্য
ব্লগারের অর্গানিক ভিজিট কি
অর্গানিক ভিজিট বলতে আমরা বুঝি, যদি কেউ গুগলে সার্চ ইঞ্জিনে এসে আপনার লেখা সম্পর্কিত আর্টিকেল বা কিওয়ার্ড লিখে কেউ যদি সার্চ দেয় এবং আপনার ব্লগ পোস্টটি সামনে আসার পর সেখানে প্রবেশ করে সেটাকেই অর্গানিক ভিউজ বলে। যেমন ধরুন আপনি ব্লগ আরে একটা আর্টিকেল লিখেছেন প্রোটিন বাড়ানোর সহজ উপায় এখন কেউ যদি গুগলে এসে প্রোটিন বাড়ানোর উপায় বলে সার্চ দেয় এবং সার্চ রেজাল্টে আপনার ওয়েবসাইটটি আসলে সে ওয়েবসাইটের মধ্যে ক্লিক করে আপনার আর্টিকেলটি পড়বে সেটাকেই অর্গানিক ভিউস বলতে পারি।
ব্লগার ওয়েবসাইটে অর্গানিক ভিউস বাড়াতে হলে অবশ্যই আপনাকে ভালো মানের ও ইউনিক আকর্ষণের কনটেন্ট লেখা লাগবে। স্বাধীনতা ফর্গানিক ভিউ কন্টেন্টের উপর আগ্রহী হয়ে আসে। এতে করে আপনের ওইয়েব সাইটে ট্রাফিক বারে এবং আপনার ইনকাম আসা শুরু করবে।
ব্লগার ওয়েবসাইটে অর্গানিক ভিজিট বাড়ানোর উপায় (১-৭)
আপনি যদি ব্লগারে নতুন ওয়েবসাইট খুলে থাকেন তাহলে আপনার ওয়েবসাইটে ট্রাফিক বারানো দরকার। কারন আপনার ওয়েবসাইটে যত ট্রাফিক বৃদ্ধি পাবে ঠিক ততটাই আপনার ইনকাম হবে। আপনি যদি ব্লগার ওয়েবসাইটে ট্রাফিক বৃদ্ধি করতে চান তাহলে অবশ্যই ব্লগার ওয়েবসাইটে অর্গানিক ভিজিট বাড়াতে হবে। এর জন্য অবশ্যই আপনাকে ইউনিক কনটেন্ট লিখা লাগবে। তো চলুন ব্লগার ওয়েবসাইটে অর্গানিক ভিজিট বাড়ানোর উপায় সম্পর্কে জানা যাক।
১। দীর্ঘ আকারে আর্টিকেল লিখুন
আপনি যদি আপনার ওয়েবসাইটটি গুগলের রং করাতে চান কিংবা ওয়েবসাইটে অর্গানিক ভিজিট বাড়াতে চান তাহলে অবশ্যই ১৫০০ থেকে ৩০০০ শব্দের মধ্যে আর্টিকেল লিখা লাগবে। আপনি যত বেশি করে বড় করে আর্টিকেল লিখবেন আপনার ওয়েবসাইটে ঠিক ততটাই অর্গানিক ভিজিট বাড়তে শুরু করবে।
আর পড়ুনঃ ২০২৫ সাল্রে ব্যাকলিংক বিল্ডিং কৌশল
২। ইউনিক কনটেন্ট লিখা জরুরি
আপনার ওয়েবসাইটে অর্গানিক ভিজিট বাড়ানোর জন্য কোনটি লিখা প্রয়োজন। তবে কনটেন্ট গুলো সবার থেকে আলাদা হতে হবে। কোন ওয়েবসাইটের সাথে যেন মিল না থাকে। যদি কোন ওয়েবসাইটের সাথে মিল থাকে বা কোন ওয়েবসাইট থেকে কপি করে নিয়ে এসে আপনার ওয়েবসাইটে আপলোড করেন তাহলে আপনার ওয়েবসাইটে কপিরাইট চলে আসবে গুগল আপনার ওয়েবসাইট কে ৯০ দিন কিংবা পার্মানেন্টলি ব্যান্ড করে দিতে পারে। আপনি যদি কোন বিষয়ে আর্টিকেল লিখতে চান তাহলে সেই বিষয়টা ওপর একটু ভালো করে রিসার্চ করে সেই বিষয়টা নিয়ে নিজের থেকে বানিয়ে বানিয়ে ইউনিক ও আকর্ষণীয় কন্টেন্ট লিখা লাগবে। তবে আপনার ব্লগার ওয়েবসাইট অর্গানিক ভিজিট বাড়বে। আর এর ফলে আপনি ব্লগার ওয়েবসাইট থেকে ইনকাম করতে পারবেন।
৩। ট্রেন্ডিং টপিক নিয়ে আর্টিকেল লিখুন
আপনার এমন একটি আর্টিকেল লিখা লাগবে যেটা মানুষ বর্তমান সময়ে বেশি খুঁজছে।
যেমন ধরুন এখন অনলাইনে যুগ সবাই ঘরে বসে ইনকাম করার পদ্ধতি খুঁজছে এরকম কিছু
ট্রেন্ডিং বিষয় নিয়ে আর্টিকেল লেখার চেষ্টা করুন। তাহলে দেখবেন আপনার
ওয়েবসাইটে অর্গানিক ভিজিট বাড়তে শুরু করেছে।
৪। SEO এর মাধ্যমে অর্গানিক ভিজিট বাড়ান
SEO এর পূর্ণরূপ হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এস ই ও মাধ্যমে আপনি আপনার কনটেন্ট গুলোকে গুগলে রেংকিং করাতে পারবেন। এর ফলে আপনার ওয়েবসাইটে অর্গানিক ভিজিট বাড়বে। গুগলের সার্চবারে কোন ব্যক্তি যদি আপনার কনটেন্ট রিলেটেড কোন কিছু লিখে সার্চ দেয় তবে সেখানে আপনার ওয়েবসাইটটি সামনে আসবে। এসইও করার প্রধান কারণ হচ্ছে ব্লগার ওয়েবসাইটে অর্গানিক ভিজিট বাড়ানো।
৫। হেডিং ট্যাগ অপ্টিমাইজেশন করে ভিজিট বারানো
হেডিং ট্যাগ আপনার ওয়েবসাইটে ভিজিট বাড়াতে অনেক সাহায্য করে থাকে। আপনি যদি কি ওয়ার্ড সমৃদ্ধ হেডিং ব্যাবহার করে থাকেন তবে আপনের ওয়েবসাইটে গুগলের সার্চ ইঞ্জিনে প্রথম পেজে আনতে অনেকটা সাহায্য করে। আপনি যদি আর্টিকেলের হেডিংগুলো আকর্ষণীয় ভাবে তৈরি করতে পারেন তবে আপনার ওয়েবসাইটে অর্গানিক ভিজিট বারতে শুরু করবে।
৬। ওয়েবসাইটে নিমিত পোষ্ট করুন
আপনি যদি আপনের ব্লগার ওয়েবসাইটে অর্গানিক ভিজিট বাড়াতে চান তাহলে অবশ্যই আপনার ওয়েবসাইটে নিয়মিত আর্টিকেল পোস্ট করতে হবে। আর তাছাড়া নিয়মিত আর্টিকেল পোষ্ট করেন তাহলে আপনি অ্যাডসেঞ্ছে একাউন্ট খুলতে পারবেন, গুগল এডসেন্স একাউন্ট খোলার মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইট থেকে প্রতি মাসে ইনকাম করতে পারবেন। আপনি যদি আপনার ওয়েবসাইটে অর্গানিক ভিজিট বাড়াতে কিংবা ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনাকে নিয়মিত ফোন করে হলেও ১৫০০ শব্দের একটা আর্টিকেল লিখে পোস্ট করতে হবে।
৭। আকর্ষণীয় টাইটেল ব্যবহার করতে হবে
আপনি আর্টিকেল লেখার সময় এমন একটি টাইটেল ব্যবহার করতে হবে যেন সে টাইটেলটি
দেখে যেকোনো পাঠক আকর্ষিত হয়ে আপনার ওয়েবসাইটের আর্টিকেলটি পড়তে আসে।
আপনার ওয়েবসাইটে ভিজিট বাড়ান খুব সহজে(৮-১৫) টি উপাই
ওয়েব সাইটে ভিজিট বাড়ানোর উপায় নিয়ে এই প্যারাতে ৭ টি উপাই নিয়ে আলোচনা
করতে যাচ্ছি। তো চলুন বাকি উপায়গুলো সম্পর্কে আলোচনা করা যাক।
৮। ইমেজ অপটিমাইজেশন সিস্টেম
সঠিকভাবে ইমেজ অপটিমাইজেশনের মাধ্যমে আপনার ওয়েবসাইটে গতিবৃদ্ধি হয়ে
থাকে। এর ফলে আপনার ওয়েবসাইটের বিভিন্ন কনটেন্টকে সার্চ ইঞ্জিনের প্রথমে
নিয়ে আসে এবং পাঠকদের অভিজ্ঞতা কে বাড়িয়ে দেয়। ওয়েব সাইটে সঠিকভাবে যদি
ইমেইল অপটিমাইজেশন হয়ে থাকে তবে তা আপলোডের সময় হ্রাস করে থাকে।
তাছাড়া সঠিকভাবে ইমেজ অপটিমাইজেশন করার ফলে তা সার্চ
ইঞ্জিনে অপটিমাইজেশনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে থাকে।
৯। সহজ ভাষা ব্যবহার করে আর্টিকেল লিখুন
আর্টিকেলগুলো আপনাকে সহজ ভাষায় লিখতে হবে। যদি আপনি খুব কঠিন ভাষা ব্যবহার করে থাকেন তাহলে পাঠকদের বুঝতে সমস্যা হবে। এর ফলে তারা কিন্তু গোটা আর্টিকেলটি না করেই আপনার ওয়েবসাইট থেকে বের হয়ে যেতে পারে। এবং আপনার ওয়েবসাইটে অর্গানিক ভিজিট আসবেন না। এর জন্য অবশ্যই সাধারণ ও সহজ ভাষায় আপনাকে আর্টিকেল লিখা লাগবে। তবেই আপনার ওয়েবসাইটে অর্গানিক ভিজিট বাড়বে।
১০। লিস্ট ভিত্তিক আর্টিকেল লেখার চেষ্টা করুন
আর্টিকেল লেখার সময় একটা বিষয় সবসময় মাথায় রাখবেন আপনার আর্টিকেলটির জন্য
লিস্ট ভিত্তিক হয়। যেমন ধরুন কোন বিষয় আর্টিকেল লিখছেন তা যেন ব্যক্তি হয়। সহজ
ভাবে বলতে গেলে (অনলাইন ইনকাম করা ১০ টি উপায়), (ডিজিটাল মার্কেটিং শিখার ২০টি
উপায় ) এরকমভাবে আর্টিকেল লেখার চেষ্টা করবেন।
১১। কনটেন্ট ভিজিটরের বিভিন্ন সমস্যার সমাধান করার চেষ্টা করবেন
আপনার আর্টিকেলটি যেই পাঠক বা ভিজিট করছে তার যদি কোন সমস্যা থেকে থাকে সেই
বিষয়টির উপর তার সমাধান করার চেষ্টা করবেন।
১২। সঠিক কিওয়ার্ড রিসার্চ করার মাধ্যমে
আপনাকে ইন্টারনেটের ব্যবহার করে এমন কিছু বাক্য খুঁজে বের করতে
হবে যেগুলো ব্যবহার করে মানুষ গুগলে সার্চ করে। কিওয়ার্ড রিসার্চ
এসইও করার জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সঠিক কিভাবে
রিচার্জ করার মাধ্যমে আপনার কনটেন্ট গুলোকে গুগল সার্চ রেজাল্ট এর প্রথমে
আনবে এবং ব্লগার ওয়েবসাইটে অর্গানিক ভিজিট বাড়বে।
১৩। মেটা ডিসক্রিপশন তৈরি করা
এটি সাধারণত ছোট একটি সারাংশ যা আপনার ব্লগার ওয়েবসাইটের আর্টিকেল সংক্ষেপে
তুলে ধরে। সাধারণত এটি সরাসরি রেঙ্কিং কোন প্রভাব ফেলে না তবে ভিজিটরদের
ক্লিক সংখ্যা বাড়ায়। ক্লিক সংখ্যা বাড়ানোর ফলে এটি দীর্ঘমেয়াদী ট্রাফিক
বৃদ্ধি করতে অনেক সাহায্য করে থাকে।
১৪। ইমেজ অল্টার ট্যাগ দিন
ইমেজ অল্টার ট্যাগ দেওয়ার ফলে আপনার ওয়েবসাইটে অনেক উপকারিতা হবে। এটি
আপনার ওয়েবসাইটে সার্চ ইঞ্জিন ও ভিজিট দুটোই বৃদ্ধি করে।
১৫। ইন্টারনাল লিংকিং করুন
ইন্টার্নাল লিংকিং ব্যবহার করার ফলে আপনার ওয়েবসাইটে দ্রুত ভিজিট বৃদ্ধি হতে
সাহায্য করে। ইন্টারনাল লিংকিং করার মাধ্যমে আপনি নতুন পেজের সাথে পুরাতন পেজ
যুক্ত করতে পারবেন যার ফলে ভিজিট বাড়তে থাকবে। ব্লগার ওয়েবসাইটে অর্গানিক ভিজিট
বাড়ানোর জন্য ইন্টার্নাল লিঙ্কিং সবচেয়ে কার্যকরী একটি উপায়।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url